খেলা বিভাগে ফিরে যান

ISL Semis: ওড়িশার কাছে ১-২ গোলে হার মোহনবাগানের

April 23, 2024 | < 1 min read

ওড়িশার কাছে ১-২ গোলে হার মোহনবাগানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএল সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে ব্যর্থ লিগ-শিল্ড জয়ী মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফ সির কাছে প্রথম পর্বের সেমিফাইনালে ১-২ ব্যবধানে হেরে গেল বাগান।

সবুজ মেরুন শিবিরের হয়ে গোল করেন মনবীর। ওড়িশার হয়ে গোল করেন ডেলগাডো ও রয় কৃষ্ণা। ম্যাচে দুটো লাল কার্ড দেখেন দুই দলের ফুটবলারই।

৬৭ মিনিটে মাথা গরম করে ফাউল করে লাল কার্ড দেখেন আর্মান্দো সাদিকুকে। আবার ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন ওড়িশার ডেলগাডো।

আগামী ২৮ এপ্রিল সেমিফাইনালের দ্বিতীয় পর্বে যুবভারতীতে আবার মুখোমুখি হবে দু’দল। সেই ম্যাচে ২ গোলের ব্যবধানে জিতলে আইএসএলের ফাইনালে উঠে যাবে সবুজ মেরুন শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #ISL, #Mohun Bagan vs Odisha FC, #ISL Semi-Final

আরো দেখুন