দেওয়াল লিখনে চমক, তৃণমূলের প্রচারে পরিবেশ রক্ষার বার্তা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিনব দেওয়াল লিখনে, চমক শাসকদলের। যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে দেওয়াল লিখনে ফুটিয়ে তোলা হয়েছে পরিবেশ রক্ষার বার্তা। বারুইপুর (Baruipur) পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অভিনব দেওয়াল লিখন এলাকার বাসিন্দাদেরও নজর কেড়েছে।
জলের অপর নাম জীবন, এই জল অপচয়ের ফলে সঙ্কট তৈরি হচ্ছে। সে’বিষয়ে মানুষকে সচেতন করতেই অভিনব দেওয়াল লিখনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গাছ কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে, তা রোধ করতে প্রার্থীর আবেদন জানিয়ে এমন দেওয়াল লিখন হয়েছে। বৃক্ষরোপণের বার্তা দিতে গাছের ছোট টব বসানো হবে দেওয়ালে দেওয়ালে।
৫ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্যপাড়া সংলগ্ন এলাকায় দেওয়ালে লেখা হয়েছে – ‘পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, জলের অপচয় বন্ধ করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান।’ তৃণমূলের (TMC) জোড়াফুলের ছবির সঙ্গে, কল থেকে জল পড়ার চিত্র ও গাছের ছবিও রয়েছে। যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের (Saayoni Ghosh) আবেদন– গাছ লাগান, প্রাণ বাঁচান। জলের অপচয় বন্ধ হোক। কাউন্সিলারের উদ্যোগেই এমন দেওয়াল লিখছেন তৃণমূল কর্মীরা। নিজের বাড়ির দেওয়ালে অনেকেই এমন লিখতে অনুরোধ করছেন তৃণমূলের কর্মীদের। পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। সহজেই দেওয়াল লোকের নজরে আসছে। আম জনতার বক্তব্য, রাজনৈতিক দলাদলি নয়! সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। যা খুবই উপকারী।