← রাজ্য বিভাগে ফিরে যান
Weather Update: অবশেষে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, এবার কি মিলবে স্বস্তি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাদিফাটা রোদ, তীব্র গরমে দহন জ্বালা। এই অস্বস্তিকর পরিস্থিতিতে সামান্য স্বস্তি দিতে হতে পারে বৃষ্টি। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। অন্যদিকে, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।