কলকাতা বিভাগে ফিরে যান

সাতদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা কলকাতায়! ভাঙবে অতীতের সব রেকর্ড?

April 24, 2024 | < 1 min read

সাতদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা কলকাতায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুড়ছে কলকাতা, আগামী সাতদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, তাপমাত্রার নিরিখে অতীতের সব রেকর্ড চূর্ণবিচুর্ণ হতে পারে ২০২৪ সালে। ৪৪ বছর আগে, ১৯৮০ সালের এপ্রিলে একদিন শহরের তাপমাত্রা উঠেছিল ৪১.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামী টানা সাতদিন গরমের দাপট থাকলে, ৪৪ বছরের রেকর্ড ভেঙে যাবে। এমনই আশঙ্কা আবহাওয়াবিদদের।

চলতি এপ্রিলে কলকাতায় (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি পর্যন্ত উঠেছে। আট বছর আগে ২০১৬ সালে এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩, ২০১৪ সালে ছিল ৪১.২ ডিগ্রি। গত এপ্রিলে একদিন ৪১ ছুঁয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা। আজ, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি অতিক্রম করছে। তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে।

গত দু’দিন আকাশ মেঘলা ছিল, আজ থেকে ফের শহরের বাতাসে তীব্র তাপ অনুভূত হবে। গত এক সপ্তাহ ধরে কলকাতায় টানা তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ আরও বাড়বে। প্রসঙ্গত, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হলে তাকে প্রকৃত তাপপ্রবাহ পরিস্থিতি বলা হয়। মঙ্গলবার পর্যন্ত চলতি এপ্রিলে কলকাতায় তিনদিন প্রকৃত তাপপ্রবাহ ছিল। সাত দিন ধরে তাপপ্রবাহের পরিস্থিতি শহরে তৈরি আছে। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০০৯ এবং ২০১৬ সালে এপ্রিলে মোট আট দিন প্রকৃত তাপপ্রবাহ ছিল কলকাতায়। এবার এপ্রিলে শহরে প্রকৃত তাপপ্রবাহের (Heat Waves) দিনের সংখ্যা আরও বাড়বে। আগামী সাত দিন কলকাতায় টানা তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়া ও বজায় থাকার সম্ভাবনা আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #kolkata weather, #Temperature, #heat waves, #Kolkata

আরো দেখুন