রাজ্যের মন্ত্রীর কাছে টাকা চেয়ে হুমকি KLO-র! ‘হালখাতার চিঠি’ বলছেন উদয়ন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচ কোটি টাকা চেয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে চিঠি পাঠানো হল, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নাম চিঠি পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে চিঠির কথা জানিয়েছে উদয়ন, হলখাতার চিঠি বলে উল্লেখ করেছেন মন্ত্রী। চিঠিতে কেএলও তাদের কামতাপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলনের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে ১০ কোটি টাকা তহবিল চেয়েছে।
হোয়াটসঅ্যাপ মারফত চিঠিটি পেয়েছেন উদয়ন। যুদ্ধ তহবিলে পাঁচ কোটি টাকা চেয়েছে জঙ্গি সংগঠনটি। টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হচ্ছে, উদয়নকে দশ দিনের মধ্যে তহবিলে পাঁচ কোটি টাকা দিতে হবে। বুধবার চিঠিটি পোস্ট করে উদয়ন লেখেন, ‘‘সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালখাতার চিঠি। কোনও এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে এই চিঠিটি হোয়াট্সঅ্যাপে পাঠিয়ে ওঁদের স্বাধীনতা আন্দোলনের জন্য ১০ দিনের মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে।’’ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, এএলও গোষ্ঠী কোনও জঙ্গি সংগঠন নয়, তারা হুমকি দিয়ে টাকা আদায় করে থাকে।