← দেশ বিভাগে ফিরে যান
ভোট দিলেই টাকা? টার্গেট বেঁধে বিতর্কে ত্রিপুরার আইনমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোট দিলেই পকেট ভরবে! ভোট পিছু টাকা মেলার টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপি মন্ত্রী। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায়। ত্রিপুরার আইনমন্ত্রী রতনলাল নাথ (Ratan Lal Nath) ত্রিপুরা পূর্ব কেন্দ্রের খোয়াইয়ের চেরমা গ্রামে বিজেপি (BJP) প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। প্রচার চালাকালীন তিনি বলেন, যে বুথ সর্বোচ্চ ভোটের রেকর্ড করবে, সেই বুথ কমিটিকে তিনি নিজে দু’লক্ষ টাকা পুরস্কার দেবেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের জন্য নগদের টোপ দেওয়া দণ্ডনীয় অপরাধ। কোনও সুবিধার প্রতিশ্রুতিও দেওয়া যায় না। মন্ত্রীর ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ওই মন্ত্রীর নির্বাচনী এলাকা ত্রিপুরা (Tripura) পশ্চিম কেন্দ্রের মোহনপুরে ১০০ শতাংশের উপর ভোট পড়েছে। নির্বাচন কমিশন (Election Commission) কী ব্যবস্থা নেয়, আদৌ নেয় কি না, তা দেখার।