রাজ্য বিভাগে ফিরে যান

অভিনব প্রচারে ঝড় তুলছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ

April 24, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: মিতালি বাগ ফেসবুক পেজ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অভিনব কায়দায় প্রচার ঝড় তুলছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বিরোধীদের সহজেই টেক্কা দিচ্ছেন তিনি। কখনও জমিতে নেমে আলু তুলছেন, আবার জাল দিয়ে মাছ ধরছেন, কখনও ধান কাটতে মাঠে নেমে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ছবি মুহূর্তে ভাইরাল হচ্ছে।

আরামবাগে ভোটগ্রহণ ২০ মে, ভোট যত এগোচ্ছে তত প্রচারের ঝাঁঝও তত বাড়ছে। তৃণমূল প্রার্থীর অভিনব প্রচারে বিরোধীরা কার্যত মাত। আলোচনার কেন্দ্রবিন্দুতে কেবল মিতালির প্রচার। গোরুর গাড়িতে চড়ে প্রচার করছেন তিনি, ঘরে ঢুকে বাড়ির মহিলারদের সঙ্গে ধানসিদ্ধ করছেন, মেলায় গিয়ে ছোট ছেলেমেয়েদের ফুচকা খাওয়াচ্ছেন, প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম থাকছেন তিনি।
প্রচারে অনেকটাই পিছিয়ে বিরোধীরা।

বোনের ছায়াসঙ্গী হয়ে ঘুরছেন তৃণমূল প্রার্থীর দাদা মলয় বাগ। তাঁর কথায়, বোনের ভোট প্রচার একেবারে স্বতঃস্ফূর্ত। পরিকল্পনা অনুযায়ী কিছু করা হচ্ছে না। বাড়ি বাড়ি ঘুরছেন, রাস্তাঘাটে মানুষের সঙ্গে দেখা হলে কথা বলছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা খোঁজ নিচ্ছেন, অভাব অভিযোগ থাকলে শুনছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী হিসেবে মিতালি বাগ নিজের স্বাতন্ত্র তুলে ধরতে পেরেছেন। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি, তাঁকে বাড়তি মাইলেজ দিচ্ছে। ধর্মীয় আবেগের খামতি বিজেপির ভোট প্রচারের ঝাঁঝ কমাচ্ছে।

তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দীর দাবি, উন্নয়নমূললক কাজকেই এবার প্রচারে প্রাধান্য দিচ্ছেন তাঁরা। মিতালি বাগ বলছেন, তিনি দলের একনিষ্ঠ কর্মী। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাচ্ছেন তিনি। মানুষের পাশে থেকে কাজ করার বার্তাই দিচ্ছেন প্রচারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mitali Bag, #West Bengal, #arambag, #Loksabha Election 2024

আরো দেখুন