ইউরোপ, আমেরিকার দিন অতীত! ভারতের এককেই হবে জুতোর মাপ?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার থেকে ভারতীয় এককেই জুতোর মাপ হবে। নয়া এই এককের নাম ‘ভা’, ‘ভারত’-এর সংক্ষিপ্ত সংস্করণ। নয়া এককে বিভিন্ন বয়সিদের জুতোর জন্য মোট আটটি মাপ আনা হচ্ছে। ইতিমধ্যেই প্রস্তুতি হয়ে গিয়েছে, বাজারে এই নয়া মাপের জুতো আসবে শীঘ্রই। ২০২১ সালের ডিসেম্বর থেকে গোটা ২০২২ সালজুড়ে দেশের প্রায় ৮০টি জায়গায় সমীক্ষা চালানো হয়েছে। ভারতীয়দের জুতোর মাপ বুঝতে লক্ষাধিক মানুষের পায়ের থ্রিডি স্ক্যানিংও করা হয়েছে। সমীক্ষায় উঠে এসেছে, ইউরোপ বা আমেরিকার মানুষের চেয়ে ভারতীয়দের পা খানিকটা চওড়া হয়। মাপের যে মাপকাঠি চালু রয়েছে, তাতে জুতো সম্পূর্ণ ফিটও হয় না।
জুতোর ফিতে বাঁধা নিয়েও সমীক্ষায় বেশ কিছু তথ্য উঠে এসেছে। প্রায়শই ফিতে বেশ শক্ত করে বাঁধা হয়। ফলে রক্ত চলাচল বাধা পেয়ে একাধিক শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বয়স্ক ও ডায়াবেটিক আক্রান্তদের জন্য পরবর্তীতে জটিল আকার ধারণের সম্ভাবনাও থাকে। এরকম বহু সমস্যার সমাধান করবে দেশি একক ‘ভা’। দাবি করা হচ্ছে, নয়া এককের মাপে তৈরি জুতো ৮৫ শতাংশ ভারতবাসীর পায়ে ফিট হবে।