তীব্র গরমে জনসভার মঞ্চে অজ্ঞান নীতিন গড়কড়ির আরোগ্য কামনা করে দাবদাহের মাঝে সাত দফা ভোট নিয়ে প্রশ্ন মমতার
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গরমে পুড়ছে গোটা দেশের বিস্তীৰ্ণ এলাকা, বাংলার অবস্থাও একই রকম। এরই মধ্যে নির্বাচনী সভায় অজ্ঞান হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। মহারাষ্ট্রের ইয়াওয়াতমালে এক সভায় অজ্ঞান হয়ে যান তিনি। প্রবল তাপপ্রবাহের জেরেই কেন্দ্রীয় মন্ত্রী অসুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি তীব্র গরমে সাত দফা ভোটের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
বুধবার, মহারাষ্ট্রের ইয়াওয়াতমালে একটি নির্বাচনী জনসভায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, ইয়াওয়াতমাল-ওয়াসিম আসনে শিবসেনার একনাথ শিন্দে গোষ্ঠীর প্রার্থী রাজশ্রী পাতিলের হয়ে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। উল্লেখ্য, ইয়েওয়াতমালেই আগামী ২৬ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা। বুধবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। ওই অঞ্চলে কয়েকদিন ধরেই প্রবল তাপপ্রবাহ চলছে।
কেন্দ্রীয় মন্ত্রীর সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নীতিন গড়কড়ির দ্রুত সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন। সেখানেই প্রশ্ন তোলেন, গ্রীষ্মের ভয়ঙ্কর তাপের মধ্যে নির্বাচন কার্যত অসহ্যকর। মমতা লেখেন, ‘আজ ২৪ এপ্রিল, ভাবতে পারেন পয়লা জুন অবধি সাত দফা ভোট চলবে?’