দেশ বিভাগে ফিরে যান

রাম নামেই পরীক্ষা পার ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে? ‘জয় শ্রীরাম’ লিখলেই ৫০ শতাংশের বেশি নম্বর!

April 26, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: DH Photo

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর লিখে নয়, রাম নাম লিখে নম্বর মিলছে পরীক্ষায়, ঘটনাটি ঘটেছে বিজেপির (BJP) পোস্টার বয় যোগীর রাজ্যে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু রাম নামেই পরীক্ষায় পাশ করা যাচ্ছে। তাও আবার ৫০ শতাংশের বেশি নম্বর মিলছে।

জানা যাচ্ছে, জৌনপুরে অবস্থিত বীরবাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের (Veer Bahadur Singh Purvanchal University) কিছু পড়ুয়া খাতায় শুধু ‘জয় শ্রীরাম’ (Jai Shri ram) লিখেছিলেন। দেশ-বিদেশের কিছু ক্রিকেটারের নামও লিখেছিলেন তাঁরা। উত্তরপত্রে কেবল কোনও উত্তর ছিল না। রাম নামের জোরেই পড়ুয়াদের ঢেলে নম্বর দিয়েছেন পরীক্ষকরা।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আবহে এ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়, এমনই খবর মিলছে। দিব্যাংশু সিং নামে প্রাক্তন এক ছাত্রের করা আরটিআই আবেদনের ভিত্তিতেই প্রকাশ্যে আসে এ ঘটনা। ফার্মাসিতে ডিপ্লোমা পরীক্ষার চার পড়ুয়ার উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। চার পড়ুয়ার উত্তরপত্রের বিভিন্ন জায়গায় কেবল ‘জয় শ্রীরাম’ লেখা। তারপরেও তাঁদের ৫০ শতাংশের বেশি নম্বর দেওয়া হয়। আরটিআইয়ের পর খাতাগুলি ফের দেখা হয়। প্রত্যেকেই শূন্য পান।

বিশ্ববিদ্যায়লের আচার্য তথা রাজ্যপালকে বিষয়টি জানান ওই প্রাক্তন ছাত্র। তদন্তের দাবি করেন তিনি, রাজভবনও সক্রিয় হয়। তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গড়ে। কমিটির রিপোর্টে সংশ্লিষ্ট বিভাগের দুই শিক্ষককে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। রাজভবনের ছাড়পত্র মিললেই, চাকরি থেকে ছেঁটে ফেলা হবে দুই শিক্ষককে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #students, #Jai Shri Ram, #Uttar Pradesh varsity, #Veer Bahadur Singh Purvanchal University

আরো দেখুন