দার্জিলিংয়ে বিজেপি’র ভোট কমবে, মনে করছেন বিমল গুরুং
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। আর ভোটের দিন সকালে বিমল গুরুং বিজেপি’র রক্ত চাপ বাড়িয়ে বললেন, ‘দার্জিলিংয়ে এবার ভোট কমবে বিজেপির।’ এই বিমল গুরুংয়ের ভরসায় এবারও দার্জিলিংয়ের ভোট বৈতরণী উতরে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি।
একদা পাহাড়ের অবিলংবাদী নেতা বিমল গুরুং শুক্রবার সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে একপ্রকার মেনে নেন, পাহাড়ে একচ্ছত্র আধিপত্য নেই বিজেপির। পর পর তিনবার বিজেপিকে ভোট দেওয়ার পরও পাহাড়ের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ যে তৈরি হয়েছে, সেটাও খানিকটা নরম সুরে মানতে হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকে। তিনি বলেন, “বিজেপি অন্তত বলছে, আমরা পাহাড়ের দাবি পূরণ করব। আর তৃণমূল বলছে পাহাড়ের দাবি মানবই না। তাহলে মানুষ কাদের সমর্থন করবে? আমরা বিজেপিকে জেতাতে ভোট করাচ্ছি। আর বিজেপি প্রার্থীকেই জেতাব।” এর পরই তাঁর স্বীকারোক্তি, বিজেপির ভোট কমবে। জয়ের ব্যবধানও কমবে।