দেশ বিভাগে ফিরে যান

মোদীর বিদ্বেষমূলক ভাষণ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি প্রাক্তন আমলাদের

April 27, 2024 | < 1 min read

মোদীর বিদ্বেষমূলক ভাষণ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি প্রাক্তন আমলাদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ২১ এপ্রিল রাজস্থানের বাঁশওয়াড়ায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দাবি করেন, বিরোধীরা ক্ষমতায় এলে সম্পদ মুসলিম, অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেবে। ‘শহুরে নকশাল’রা মা-বোনদের মঙ্গলসূত্র পর্যন্ত ছাড়বে না বলেও মন্তব্য করেন মোদী। তাঁর এহেন বক্তব্যের পরই সরব হয় বিরোধীরা। যদিও এসবের তোয়াক্কা করেননি মোদী। দু’দিন পর রাজস্থানের (Rajasthan) টঙ্কে অন্য একটি জনসভায় তিনি জানিয়ে দেন, ‘বেশ করেছি, বলেছি। প্রয়োজনে আবারও বলব।’

এই বিদ্বেষমূলক ভাষণ (Hate Speech) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে সরাসরি এখনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এই নিয়ে শুধুমাত্র বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda) চিঠি পাঠিয়েছে তারা। বিদ্বেষ ভাষণ নিয়ে মোদীর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য নির্বাচন কমিশনের কাছে সওয়াল করলেন ৯৩ জন প্রাক্তন আমলা। আইআইএম-আমেদবাদের প্রাক্তন অধ্যাপক জগদীপ ছোকার মোদির ভাষণ নিয়ে কমিশনকে চিঠি লিখেছিলেন। ওই ৯৩ জন প্রাক্তন আমলা, সেই চিঠির সঙ্গে সহমত পোষণ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লিখেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#letter, #Rajasthan, #Loksabha Election 2024, #Modi Hate Speech, #Ex Civil Servants, #Communal Speech

আরো দেখুন