সুকান্ত, শুভেন্দুকে জোড়া বলদের সঙ্গে তুলনা দিলীপের? দেখুন ভিডিও
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোট আর তাপমাত্রা, দুইয়ের উত্তাপে তপ্ত বাংলা। এই আবহে সুকান্ত ও শুভেন্দুকে কৃষকের হালের জোড়া বলদের সঙ্গে তুলনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। এক বেসরকারি নিউজ চ্যানেলের একটি অনুষ্ঠানে তাঁকে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। উত্তরে দিলীপ বলেন, “দু’জনকেই লাগবে, দুই ফলা। ডান দিক, বাম দিক। আমরা চাষা লোক তো হাল চালিয়েছি, দুটো বলদ না হলে হাল হয় না।”
উল্লেখ্য, দিলীপ বঙ্গ বিজেপির সফলতম সভাপতি। তাঁর আমলেই বাংলায় বিজেপির উত্থান। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে ছন্দপতন হতেই তাঁকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয়। তারপরই দলে দিলীপের গুরুত্ব কমে বলে অভিযোগ করেন বিজেপির দিলীপ গোষ্ঠীর লোকেরা। সভা, সমিতি, মিটিং, বৈঠকে দিলীপের ডাক পাওয়া বন্ধ হয় বলেও শোনা যায় বিজেপির অন্দরে। অন্যদিকে, এবার দিলীপের কেন্দ্র বদল হয়েছে। ভূমিপুত্র মেদিনীপুর ছেড়ে অন্য কেন্দ্রে গিয়েছেন। একটা সময় তাঁর টিকিট পাওয়া নিয়েও অনিশ্চিয়তা দেখা গিয়েছিল। বিজেপি অন্দরে শোনা যায়, শুভেন্দুই নাকি দিলীপকে মেদিনীপুর ছাড়া করেছেন।