ফের ISL জয়ের পথে বাগান, ওড়িশাকে হারিয়ে ফাইনালে সবুজ-মেরুন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাগানের গোলের জোয়ারে ভেসে গেল ওড়িশা। ওড়িশা এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে সবুজ-মেরুন শিবির।
আজ সবুজ-মেরুনের রক্ষণ ছিল জমাট। ওড়িশার একের পর এক আক্রমণ করলেও কোনওটাই দানা বাঁধছিল না।
আজ সল্টলেক স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধে ওড়িশার ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকে বাগান শিবির। ম্যাচের ২২ মিনিটে গোল করেন মোহনবাগানের জেসন কামিন্স।
৪৫ মিনিটের শেষ মুহূর্তে গোল শোধ করার সুযোগ পেলেও হাতছাড়া হয় ওড়িশার। শেষ পর্যন্ত রালতের বল আটকে দেয় হেক্টর ইউস্তে। প্রথমার্থ শেষে, ১-০ এগিয়ে যায় মোহনবাগান।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে বাগান। ম্যাচের ৫৮ মিনিটে সুবর্ণ-সুযোগ পেয়েছিলেন অনিরুদ্ধ থাপা। হেড দিয়ে ওড়িশার গোলে বল জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত সফল হয় নি সেই চেষ্টা।
৬৩ মিনিটে মুরতাদা বল খারাপ ভাবে ট্যাকেল করায় দারুণ জায়গায় ফাউল পেয়ে যায় মোহনবাগান। কিন্তু পেত্রাতোস বলটি গোলে জড়াতে ব্যর্থ হয়। ম্যাচের ৭৫ মিনিটে ফের দারুণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। অমরিন্দর দারুণ সেভ করায় নিশ্চিত গোল ব্যর্থ হয়। অন্যদিকে এক মিনিটের মধ্যেই পাল্টা ওড়িশা আক্রমণ চালালেও ব্যর্থ হয়।
৯০+৩ মিনিটে মনবীরের ক্রস ধরে কোনও রকমে বল জালে জড়িয়ে দেন সাহাল। ফলে ওড়িশা এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় মোহনবাগান।
এর আগে কলিঙ্গ স্টেডিয়ামে ১-২ হেরে গিয়েছিল মোহনবাগান , এবার যুবভারতীতে ওড়িশাকে ২-০ হারিয়ে তারই বদলা নিল সবুজ-মেরুন শিবির। এই নিয়ে পরপর দুবারে ফাইনালে উঠল মোহনবাগান।