রাজ্য বিভাগে ফিরে যান

কর্মীদের অনুরোধ রাখলেন জোড়াফুল প্রার্থী, কাকদ্বীপে প্রচার বাপি হালদারের

April 28, 2024 | < 1 min read

কর্মীদের অনুরোধ রাখলেন জোড়াফুল প্রার্থী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রচারে অন্যদের পিছনে ফেলে দিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। শনিবারের প্রচারে তাঁর যাওয়ার কথা ছিল পাথরপ্রতিমায়। সেই মতো সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, পাথরপ্রতিমা যাওয়ার সময় তৃণমূলের কর্মীরা তাঁকে বারবার ফোন করেন। কর্মীদের দাবি, তিনি যেন যাওয়ার পথে কাকদ্বীপে নেমে প্রচার করে যান। কর্মীদের অনুরোধ মেনে কাকদ্বীপে গাড়ি থামিয়ে প্রচার করেন বাপি।

প্রথমেই প্রশাসনের অনুমতি নেন, তারপর তৃণমূল প্রার্থী কাকদ্বীপের শ্রীশ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে প্রচার করেন। এক ঘণ্টার মধ্যে প্রায় ২০০টি টোটো ভাড়া করা হয়। টোটো ও শতাধিক বাইক নিয়ে র‍্যালি করেন প্রার্থী। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে একটি বাইকের পিছনে বসিয়ে প্রায় ১০ কিলোমিটার রাস্তা নিজে বাইক চালান তৃণমূল প্রার্থী। পথে মাঝে মধ্যে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রচারের সময় রাস্তার মোড়ে মোড়ে গ্রামের মহিলারা গ্লাসে ঠান্ডা জল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা প্রার্থীকে জলপান করান। বাপি হালদার বলেন, হঠাৎ করেই ঠিক হওয়া কর্মসূচিতে এত মানুষের সাড়া পাবেন ভাবতে পারেননি তিনি। তীব্র গরম উপেক্ষা করেও এলাকার বাসিন্দারা প্রচারে অংশ নিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mathurapur, #Loksabha Election 2024, #loksabha elections 2024, #Bapi Haldar, #West Bengal, #tmc, #kakdwip

আরো দেখুন