গুজরাতের সুরাটের পর মধ্যপ্রদেশের ইন্দোরে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেন কংগ্রেস প্রার্থী !
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গুজরাতের সুরাটের পর এবার মধ্যপ্রদেশের ইন্দোরের কংগ্রেস প্রার্থী শেষ মুহূর্তে প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন। শুধু তাই নয়, তারপর সেই প্রার্থী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেও দাবি করছেন সে রাজ্যের বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ।
উত্তর ভারতে কংগ্রেস যে ক্রমাগত নিজেদের জমি হারিয়েছে সেটা ডিসেম্বরের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় টের পাওয়া গিয়েছিল। মনে করা হচ্ছে, কংগ্রেসের এমনই অবস্থা যে নির্বাচন শুরুর আগেই একাধিক রাজ্যে বিজেপিকে কার্যত ওয়াক ওভার দিয়ে দিচ্ছে।
সোমবার মধ্যপ্রদেশে মনোনয়নের শেষদিন প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন কংগ্রেস প্রার্থী অক্ষয় বাম । বিভিন্ন নির্বাচনের আগে অপারেশন লোটাস চালিয়ে বিরোধী দলের প্রার্থী কর্মী হাইজ্যাক করে বিজেপি, তাহলে কি তা থেকে নিজেদের কর্মী, প্রার্থীদের রক্ষা করার কোনও পথ তৈরি করেনি কংগ্রেস।