দেশ বিভাগে ফিরে যান

Turnout কমলে বিপদ BJP-র! প্রথম দু’দফার প্রবণতায় কীসের ইঙ্গিত?

April 29, 2024 | 2 min read

ভোটদান হার ভাবাচ্ছে বিজেপিকে, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটদান হার (Turnout) ভাবাচ্ছে বিজেপিকে? চারশো পরের চিৎকার আর শোনো যাচ্ছে না বিজেপি নেতাদের মুখে। অন্যদিকে, মমতা থেকে রাহুল তাবড় বিরোধী নেতাদের মত ডবল সেঞ্চুরি পেরোতে পারে বিজেপি। দু’দফা ভোট মিটেছে, উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটদানের হার। হিন্দি বলয়েও কমেছে ভোটদানের হার। শেষ পাঁচটি লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে একটা প্রবণতা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে, দেশে দুই ধরনের ভোটের হার দেখা যায়। ৫২-৬২ শতাংশের মধ্যে, না-হলে ৬২ শতাংশের বেশি। দেখা গিয়েছে, ভোটের হার ৬২ শতাংশ ছাপিয়ে গেলে, সুবিধা পেয়েছে বিজেপি। ভোটের হার ৬২ শতাংশের কম হলে লাভবান হয়েছে কংগ্রেস।

১৯৯৯ সালে কার্গিল হাওয়ায় ক্ষমতায় আসে বিজেপি। ভোট পড়েছিল প্রায় ৬০ শতাংশ। কংগ্রেস পেয়েছিল ১১৪টি আসন, অটলবিহারী বাজপেয়ির বিজেপি (BJP) পেয়েছিল ১৮২ আসন। ২০০৪ সালে ‘ভারত উদয়’ স্লোগান তুলে ভোটে লড়েছিলেন বাজপেয়ি। নানা মহলের দাবি, বাজপেয়ির ক্ষমতায় ফেরা নেহাত সময়ের অপেক্ষা। প্রায় দু’শতাংশ কম ভোট পড়ে সে’বছর। কংগ্রেস জেতে ১৪৫টি আসন। বিজেপির দখলে যায় ১৩৮টি আসন। ইউপিএ গড়ে ক্ষমতায় আসে কংগ্রেস। ২০০৯ লোকসভা ভোটেও একই প্রবণতা দেখা যায়। ভোট পড়েছিল ৫৮.২০ শতাংশ। কংগ্রেস জিতেছিল ২০৬টি আসন। লালকৃষ্ণ আদবানির নেতৃত্বাধীন বিজেপির দখলে গিয়েছিল ১১৬টি। দ্বিতীয় ইউপিএ সরকার তৈরি হয়েছিল।

২০১৪ সালে একলাফে ভোটের হার বেড়ে গিয়েছিল আট শতাংশের বেশি। ইতিহাসের সর্বনিম্ন ফল করে হাত শিবির, মাত্র ৪৪টি আসন পায় তারা। বিজেপি জেতে ২৮২ আসন। পাঁচ বছর পর ২০১৯ সালের ভোটে পুলওয়ামা, সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলার কাহিনি জনমানসে তীব্র প্রভাব ফেলে। ভোটের হারও বেড়ে হয় ৬৭ শতাংশের বেশি। ৩০৩টি আসন জিতে ফের ক্ষমতায় ফেরেন মোদী। কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২টি আসন।

চলতি লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) প্রথম দু’টি পর্ব মিটেছে। প্রথম পর্বে ১০২টি আসনে ভোট পড়েছে ৬২.৪ শতাংশ। গতবার এই আসনগুলিতে গড় ভোটদান ছিল ৬৯.৪৩ শতাংশ। প্রায় সাত শতাংশ কমেছে। দ্বিতীয় পর্বে ভোট হয়েছে ৮৮টি আসনে। দ্বিতীয় দফায় ভোট পড়েছে প্রায় ৬২ শতাংশ। ভোটের হার কমেছে প্রায় ৪ শতাংশ। যেসব রাজ্য থেকে বিজেপি বেশি আসনের আশা করছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র ও গুজরাতে ভোটের হার কম। উত্তরপ্রদেশে ৭ শতাংশ, বিহারে ৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৯ শতাংশ ভোট কম পড়েছে। এ’সব পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে বিজেপির। তবে কি বিজেপির ফেরা ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Turnout, #two phases, #India, #Congress, #bjp, #politics, #Lok Sabha Election 2024

আরো দেখুন