রাজ্য বিভাগে ফিরে যান

প্রচারে দেখা নেই কর্মীদের! মেজাজ হারিয়ে ক্ষিপ্ত যাদবপুরের BJP প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়

April 29, 2024 | < 1 min read

মেজাজ হারিয়ে ক্ষিপ্ত যাদবপুরের BJP প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার ছুটির দিন, দেদার প্রচার চালালেন প্রার্থীরা কিন্তু যাদবপুরের গেরুয়া প্রার্থীর প্রচার তাল কাটল। বারুইপুরে প্রচারে গিয়ে নিজের দলের নেতার উপরই ক্ষেপলেন যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কারণ, প্রচারে দেখা নেই কর্মীদের!

জানা গিয়েছে, শঙ্করপুর এক নম্বর পঞ্চায়েত এলাকায় প্রচার গিয়েছিলেন অনির্বাণ (Anirban Ganguly)। কাঁঠালবেড়িয়া এক নম্বর গেট থেকে টোটোয় চেপে প্রচার শুরু করেন। মাত্র পঞ্চাশ জন কর্মী যোগ দিয়েছিলেন বিজেপি প্রার্থীর প্রচারে। তা দেখেই রেগে যান বিজেপি প্রার্থী। প্রচারে কর্মীর দেখা নেই কেন? এ নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়। অন্য কর্মীদের গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। তারপর ফের প্রচার শুরু হয়।

অন্যদিকে, তৃণমূলের প্রচারে উপচে পড়ে ভিড়। রবিবার বিকেলে সোনারপুর দক্ষিণের রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড পরিক্রমা করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। জোড়াফুল প্রার্থীকে ঘিরে আম জনতার মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। তারকা প্রার্থীকে দেখার জন্য রাস্তার দু’ধারে কম বয়সীদের ভিড় চোখে পড়েছে। কয়েকটি শিশু গাছ থেকে কাঁচা আম পেড়ে প্রার্থীকে উপহার দেয়। তারপর সোনারপুর উত্তরের একাধিক ওয়ার্ডে প্রচার কর্মসূচিতে যান সায়নী। ভিড়ের চাপে গড়িয়া স্টেশন থেকে গাড়ি এগনোর মতো পরিস্থিতি ছিল না। রাস্তার দুই পাশে বিপুল জনসমাগম ছিল। ওয়ার্ডের নানা প্রান্তে বহু প্রবীণ নাগরিককে প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। প্রার্থীকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jadavpur, #bjp, #campaign, #Lok Sabha Election 2024, #Dr. Anirban Ganguly

আরো দেখুন