রাজ্য বিভাগে ফিরে যান

প্রথম দুই ধাপে কতজন ভোট দিলেন – তথ্য প্রকাশে দেরি হওয়ায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

April 30, 2024 | < 1 min read

তথ্য প্রকাশে দেরি হওয়ায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের নির্বাচন কমিশন (ECI) সাধারণ নির্বাচনের প্রথম দুই ধাপের চূড়ান্ত ভোটগ্রহণের তথ্য প্রকাশ করতে দেরি করায় প্রশ্নের মুখে পড়ল।

ভোটগ্রহণের পর বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পরেও এই বিলম্বটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অখণ্ডতা সম্পর্কে নাগরিক এবং বিরোধী দলগুলির মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। সমাজমাধ্যমে জনগণ পরামর্শ দিয়েছেন যে বিলম্বটি ক্ষমতাসীন দল, ভারতীয় জনতা পার্টির (BJP) পক্ষে ফলাফল হেরফের করার চেষ্টা হতে পারে।

ইসিআই ঐতিহ্যগতভাবে ভোটদানের পরপরই বা ২৪ ঘন্টার মধ্যে চূড়ান্ত ভোটারদের উপস্থিতি প্রকাশ করেছে, কিন্তু এইবার, শতাংশে শুধুমাত্র আনুমানিক ভোটদানের পরিসংখ্যান উপলব্ধ করা হয়েছে, যা জনসাধারণকে তথ্যের যথার্থতা এবং হেরফের হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে।

দ্বিতীয় ধাপের ভোট হয়েছিল ২৬ এপ্রিল। মঙ্গলবার ৩০ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষে শেষ পর্যন্ত এই তথ্য প্রকাশ করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commission of India, #Election, #two phases, #West Bengal

আরো দেখুন