রাজ্য বিভাগে ফিরে যান

মনোনয়ন জমা দেওয়ার দিন পার্থ কার্যত শক্তি প্রদর্শন করলেন বারাসতের রাজপথে

April 30, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ পার্থ ভৌমিক ফেসবুক পেজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সকাল থেকে সরগরম ছিল উত্তর ২৪ পরগণার জেলা সদর শহর বারাসত। মনোনয়ন পেশ করলেন বারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বিজেপি প্রার্থী অর্জুন সিং। রাজনৈতিক মহলের মতে মনোনয়ন জমা দেওয়ার দিনই দুই প্রার্থী কার্যত তাঁদের শক্তি প্রদর্শন করলেন বারাসতের রাজপথে।

তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এদিন মনোনয়নপত্র জমা দিতে আসার আগে বেলা সাড়ে ১১টা নাগাদ নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেন। তারপর নৈহাটি থেকে বহু গাড়ির কনভয় নিয়ে বারাসতের উদ্দেশে রওনা হন। কয়েকশো গাড়ির মিছিল নিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছন পার্থ। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, রফিকুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। বারাকপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক(পঞ্চায়েত) পিনাকীরঞ্জন প্রধানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। সেখান থেকে বেরিয়ে পার্থ ভৌমিক বলেন, জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। এরপর কাছারি ময়দানের টেন্টে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সেরে তিনি গারুলিয়ায় জনসংযোগ যাত্রায় যোগ দিতে রওনা হন।

TwitterFacebookWhatsAppEmailShare

#partha bhowmick, #loksabha elections 2024, #nomination, #tmc, #Barrackpore

আরো দেখুন