দেশ বিভাগে ফিরে যান

তৃতীয় দফায় ১,৩৫২ জন প্রার্থী ভাগ্য পরীক্ষা, সবচেয়ে ধনী কে? কার বিরুদ্ধে কত মামলা?

April 30, 2024 | 2 min read

সবচেয়ে ধনী কে? কার বিরুদ্ধে কত মামলা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ আগামী ৭ মে, বাংলা-সহ ১২ রাজ্যের ৯৫ কেন্দ্রে হতে চলেছে ভোট। বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে ১,৩৫২ জন প্রার্থী ভাগ্য পরীক্ষা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তথ্য অনুযায়ী, তৃতীয় দফায় ভোটের ১,৩৫২ জন প্রার্থীর মধ্যে ৩৯২ জনই কোটিপতি। মোট প্রার্থীদের ২৯ শতাংশই বিপুল সম্পত্তির মালিক। প্রার্থীদের গড় সম্পত্তি ৫.৬৬ কোটি টাকা। ৩৯২ জন কোটিপতি প্রার্থীর, ১৬৩ জনেরই পাঁচ কোটি বা তাঁর বেশি টাকার সম্পত্তি রয়েছে। ২ কোটি থেকে ৫ কোটি টাকার মালিক ১০২ জন। ১২৭ জনের সম্পদের পরিমাণ এক কোটির বেশি। ৪২৬ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকার কম। ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে সম্পত্তি রয়েছে ৩৭২ জনের।

তৃতীয় দফায় ৮২ আসনে লড়ছে বিজেপি। তার মধ্যে ৭৭ আসনের গেরুয়া প্রার্থীই কোটিপতি। দক্ষিণ গোয়ায় বিজেপির টিকিটে দাঁড়ানো পল্লবী ডেম্পো তৃতীয় দফায় সবচেয়ে ধনী প্রার্থী। তাঁর সম্পদের পরিমাণ ১,৩৬১ কোটি টাকা। বিজেপির ৮২ প্রার্থীর গড় সম্পদের পরিমাণ ৪৪ কোটি ৭ লক্ষ টাকা। ৬৮ আসনে লড়া কংগ্রেসের ৬০ প্রার্থীই কোটিপতি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), রাষ্ট্রীয় জনতা দল, এনসিপি (শরদ পওয়ার), এনসিপি (অজিত গোষ্ঠী), শিবসেনা (একনাথ শিন্দে গোষ্ঠী), এই ছয় দলের একশো শতাংশ প্রার্থীই কোটিপতি।

বাংলায় তৃতীয় দফায় ১৩ জন কোটিপতি প্রার্থী। তার মধ্যে আছেন মুর্শিদাবাদ আসনের সিপিএম প্রার্থী ও সর্বহারাদের পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ ৫১ হাজার টাকা।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদন অনুযায়ী, লোকসভার তৃতীয় দফায় ভোটের ১,৩৫২ প্রার্থীর মধ্যে ২৪৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। তার মধ্যে ১৭২ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করা এবং ঘৃণা ভাষণ ছড়ানো ইত্যাদির মতো গুরুতর অভিযোগে মামলা রয়েছে। এই দফায় লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের ১০০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। উদ্ধব নেতৃত্বাধীন শিবসেনার চার প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে।

তৃতীয় দফার ৭ জন প্রার্থী ইতিমধ্যেই নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত। পাঁচ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অর্থা‍ৎ খুনের অভিযোগে মামলা চলছে। ২৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে অর্থা‍ৎ ৩০৭ নম্বর ধারায় মামলা চলছে। ৩৮ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগে মামলা রয়েছে। দু’জনের বিরুদ্ধে ধর্ষণ রয়েছে রয়েছে। কংগ্রেসের ২৬ এবং বিজেপির ২২ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #indian, #politics, #Loksabha Elections, #loksabha elections 2024

আরো দেখুন