← রাজ্য বিভাগে ফিরে যান
বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে বর্তমানে চলছে ৯৩টি ফৌজদারি মামলা, বলছে তাঁর হলফনামা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ব্যারাকপুরের বাহুবলী প্রার্থী বলে পরিচিত তিনি। তৃণমূল থেকে বিজেপি গিয়ে তারপর আবার তৃণমূলে থেকে বিজেপি। সেই চক্রাকারে ঘোরা অর্জুন সিংয়ের বিরুদ্ধে বর্তমানে ৯৩টি ফৌজদারি মামলা চলছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তা জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। এর মধ্যে ৬৫টি মামলা রয়েছে জগদ্দল ও ভাটপাড়া থানা এলাকায়। সবই ২০১৯ সালের পরে। এবারের লোকসভা ভোটের প্রার্থীদের মধ্যে অর্জুন সিং’ই একমাত্র ব্যক্তি যাঁর বিরুদ্ধে সম্ভবত সর্বাধিক সংখ্যায় ফৌজদারি মামলা রয়েছে।
অর্জুন তাঁর ৮২ পাতার হলফনামায় প্রত্যেকটি মামলা উল্লেখ করেছেন। এর মধ্যে ২০১০ সালের টিটাগড় থানার একটি অস্ত্র আইনের মামলাও রয়েছে। অবশ্য অর্জুন সিং বলেছেন, আগে ১৬৫ টা মামলা ছিল, তা এখন কমে ৯৩ হয়েছে। অর্জুনের দাবি, মামলার অধিকাংশই সাজানো।
দেখে নিন সেই হলফনামা –