সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন’, তৃণমূলের গান শুনলেন ৫ কোটি মানুষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমাজ মাধ্যম রীতিমতো ঝড় তুলেছে তৃণমূলের গান ‘জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন’, গানটি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে। তৃণমূলের আশা, তাদের নতুন গানটি তরুণ প্রজন্মের ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। তৃণমূলের ইউটিউব চ্যানেল থেকে ৩ এপ্রিল ‘জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন’ গানটি প্রকাশিত হয়।
৩ সপ্তাহেই গানটি শুনেছেন ৫ কোটি মানুষ। যা জানিয়ে তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়, “বাংলার প্রতিটি কোণায় ঝড় তুলেছে ‘জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন’। বিজেপির জমিদারদের এবার ব্যাগ গোছাতে হবে।” গোটা ভিডিওটি ৩ মিনিট ১১ সেকেন্ডের। দেখা যাচ্ছে, আম জনতা গড়ে ২ মিনিট ২ সেকেন্ড বা ৬০ শতাংশের বেশি সময় ধরে ভিডিওটি দেখেছেন।
এর আগেও একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, পঞ্চায়েত ভোটের সময় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির গানও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল।