কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ তার বিরুদ্ধে, তাই কি বদলে টিকিট পেলেন ব্রিজভূষণের পুত্র?
May 2, 2024 | < 1min read
কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ তার বিরুদ্ধে, তাই কি বদলে টিকিট পেলেন ব্রিজভূষণের পুত্র?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসন থেকে তার বাবা এবং বর্তমান সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Singh) পরিবর্তে পুত্র করণ ভূষণ সিংকে (Karan Bhushan Singh) তার লোকসভা প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) বর্তমানে ছয়জন মহিলা কুস্তিগীরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের মুখোমুখি।
এই পদক্ষেপটি এই অঞ্চলে এবং বিজেপিতে ঠাকুর সম্প্রদায়ের নেতা এবং ছয়বারের এমপির প্রভাব তুলে ধরতেই তারপরিবারের মধ্যে আসনটির রেখেছে বলে মনে করা হচ্ছে।