প্রতিবাদের জের? রাজ্যের মন্ত্রীকে ব্যান করলেন রাজ্যপাল!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বসু (cv ananda bose) শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত। হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে অভিযোগ। এরপর একটি ভিডিও বার্তায় ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (chandrima bhattacharya)।
রাজ্যপালের বিরুদ্ধে চিঠিতে অভিযুক্তের বয়ান। কী লেখা আছে তাতে, দেখে নিন
ঠিক কী বলেছিলেন চন্দ্রিমা, দেখে নিন:
এরপরেই রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। তাতে বলা হয়েছে রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বসুর বিরুদ্ধে মানহানি এবং সংবিধানবিরোধী মিডিয়া বিবৃতির জন্য কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে অর্থ দপ্তরে প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশ নিষিদ্ধ। রাজ্যপাল তাঁর দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে তিনি মন্ত্রীর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না।
মন্ত্রীর বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপের বিষয়ে পরামর্শের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করা হয়েছে। এছাড়াও রাজ্যপাল বোস নির্বাচনের সময় রাজভবন প্রাঙ্গনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেন।
দেখে নিন সেই বিজ্ঞপ্তি