রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতায় হাঁসফাঁস, এদিকে ১০ মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত কাকদ্বীপ ও রায়দিঘি

May 2, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতায় তাপপ্রবাহে হাঁসফাঁস আর পাশাপাশি কাকদ্বীপ ও রায়দিঘিতে বুধবার রাত ১১টা নাগাদ মাত্র ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ও মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহব্বতনগর তছনছ হয়ে গিয়ে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। পানের বরজ থেকে বিদ্যুতের খুঁটি ভাঙা, ব্যাড যায়নি কিছুই।

কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। ক্ষতি হয়েছে হালিশহর, শিক্ষা ভবন ও গোপালনগরে। প্রায় ১০০টি পানের বরজ পড়ে গিয়েছে। বহু গাছ ভেঙে পড়েছে। কাঁচা ও পাকা মিলিয়ে প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত। বহু পাকা বাড়ির চালের এ্যাসবেস্টস উড়ে গিয়েছে। প্রায় ৬০টি ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়েছে। পুরো এলাকা বিদ্যুৎহীন।

অন্যদিকে, রায়দিঘিতেও ৬০ থেকে ৭০টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ৩০টি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। প্রচুর ক্ষতি হয়েছে। কিছু গবাদি পশুর মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #kakdwip, #south 24 parganas, #raidighi, #Storm

আরো দেখুন