রাজ্য বিভাগে ফিরে যান

মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, পরীক্ষার ৮০ দিনের মাথায় ফলাফল ঘোষণা

May 2, 2024 | 2 min read

ছবি: সৌজন্যেঃ এবিপি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী।

গত বছরের তুলনায় বাড়ল পাশের হার, মাধ্যমিকে পাশের হার ৮৬.৩৫ শতাংশ। পাশের হারে ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা।

মেধাতালিকায় প্রথম দশে আছেন ৫৭ জন। মাধ্যমিকে পাশের হারে প্রথম কালিম্পং জেলা, তারপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও কলকাতা। প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। সাম্যপ্রিয় গুরুর প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় হয়েছেন তিনজন। বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল ও বীরভূমের পুষ্পিতা বাঁশুরি। প্রাপ্ত নম্বর ৬৯১। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পুষ্পিতা বাসুরি। ৬৯০ নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন তপজ্যোতি মণ্ডল। তপোজ্যোতি হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মিশন মাল্টিপারপস স্কুলের ছাত্র।

পঞ্চম হয়েছেন পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯।

ষষ্ঠ স্থানে রয়েছে চার জন, প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৮। তাঁরা হলেন, দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র কৃশানু সাহা, মালদহের মোজামপুর হাইস্কুলের মহম্মদ শাহাবুদ্দিন আলি, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র কৌস্তভ সাহু, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রী অলিভ গায়েন।

সপ্তম স্থানে রয়েছে সাত জন, বালুরঘাট গার্লস হাইস্কুলের আবৃত্তি ঘটক এবং অর্পিতা ঘোষ, বালুরঘাট হাইস্কুলের সাত্বত দে, বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র আরত্রীক সৌ, পূর্ব মেদিনীপুরের জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সুপম কুমার রায়, বিবেকানন্দ আশ্রম শিক্ষায়তনের ছাত্র কৌস্তভ মাল এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতি। সকলেই ৬৮৭ নম্বর পেয়েছেন।

অষ্টম হয়েছে চার জন, প্রত্যেকেই ৬৮৬ নম্বর পেয়েছেন। তাঁরা হলেন, পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র দেবজ্যোতি ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী তনুকা পাল, নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র হৃদি মল্লিক।

নবম স্থানে রয়েছে সাত জন পড়ুয়া; পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির হাইস্কুলের সায়ক শাসমল, সাগর জানা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র সাগ্নিক ঘটক, নদিয়ার চাকদহ রামলাল অ্যাকাডেমির ছাত্র জিষ্ণু দাস, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সায়নদীপ মান্না, শ্যামপুর হাইস্কুলের ছাত্র অরণ্যদেব বর্মন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৫।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ভূমি সরকার, মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র বিশাল মণ্ডল, বাকুঁড়ার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত, পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরামদাস ইনস্টিটিউটের ছাত্র অনীশ কোনার, পূর্ব বর্ধমানেরর পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী সম্পূর্ণা নাথ, হুগলির ইএলআইটি কো-এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল, বাঁকুড়ার তালডাংরা ফুলমতি হাইস্কুলের ছাত্রী সৌমিক খান, গড় রায়পুর হাইস্কুলের ছাত্র সৌমদীপ মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অগ্নিভ পাত্র, পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র সম্পাদ পারিয়া, ঋতম দাস, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রকান্তি জানা, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ইশান বিশ্বাস, মোট ১৫ জন দশম হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৪।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #west, #madhyamik results, #Madhyamik

আরো দেখুন