রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল, বাদ কুনাল!

May 2, 2024 | < 1 min read

পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে বুধবার অব্যাহতি দেওয়া হয় কুনাল ঘোষকে। বৃহস্পতিবার পঞ্চম দফার তারকা প্রচারকের (star campaigner) তালিকা থেকে নাম বাদ গেছে তাঁর। এদিনই তৃণমূল কংগ্রেসের পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে, যেখানে দলের শীর্ষস্তরের নেতাদের পাশাপাশি আছে দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সীর নাম।

দেখে নিন সেই তালিকা

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #fifth phase, #tmc, #star campaigners

আরো দেখুন