দেশ বিভাগে ফিরে যান

দেশের GDP নিয়ে তথ্য অনেকটাই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে- বিস্ফোরক রঘুরাম রাজন

May 3, 2024 | < 1 min read

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের অর্থনীতি নিয়ে আবারও মোদী সরকারকে তুলোধোনা করলেন RBI-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। “দেশের জিডিপি নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে, তার অনেকটাই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। প্রকৃত সত্য তার থেকে অনেকটাই দূরে। সরকারিভাবে জিডিপি ৮ থেকে ৮.৫ শতাংশ বলা হলেও প্রকৃতপক্ষে তা ৬ থেকে ৬.৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ভারতের মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের পরিস্থিতি দেখলেও এই ফাঁকটা ধরা যাবে।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কেলগ বিজনেস স্কুলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটাতে গেলে এবং জিডিপি ৯ থেকে ১০ শতাংশের মধ্যে নিয়ে যেতে হলে দেশের আর্থিক ক্ষেত্রকে স্থিতিশীল করতে হবে।

তাঁর ব্যাখ্যা, “যখন বৃদ্ধি হয় দ্রুত অথচ জোগান কম থাকে তখনই এই রকম মুদ্রাস্ফীতির পরিস্থিতি হয়। এ ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু ভারতে তা হচ্ছে না। ভারতে কৃষিক্ষেত্রেই কাজ পাচ্ছেন মানুষ, কারণ, সেখানে উৎপাদন কম। অন্যত্র কাজ পাচ্ছেন না তাঁরা এবং সেটা দেশের প্রকৃত উন্নয়নের পক্ষে ভালো সংকেত নয়।”

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Economy, #GDP, #Raghuram Rajan, #modi govt, #GDP information

আরো দেখুন