কত সম্পত্তির মালিক ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী দেব?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন দেব (Dev)। নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে সম্পত্তির হিসেব দিয়েছেন, তৃণমূলের তারকা প্রার্থী। কমিশনকে দেওয়া হলফনামায় দেব জানিয়েছেন, তাঁর হাতে নগদ ২৬ হাজার ৭৫৮ টাকা রয়েছে। ব্যাঙ্কে জমা রয়েছে ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা। ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ কোটি টাকার। বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে ১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা।
বিগত পাঁচ বছরের আয়ের তথ্য জানিয়েছেন দেব। ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ১৪০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ১ কোটি ৯৯ লক্ষ ৩৬ হাজার ৭০০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে ২ কোটি ৮৪ লক্ষ ৮২ হাজার ১৩০ টাকা, ২০২১-২২ অর্থর্ষে ২ কোটি ৬৮ লক্ষ ৩৫ হাজার ৯৩০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা আয় করেছেন দেব।
স্টেট ব্যাঙ্কে দেবের ৫ লক্ষ টাকার বিমা রয়েছে। LIC-তে ১কোটি ও ৬ লক্ষ টাকার এবং AVIVA Live Insurance-এ ১১ লক্ষ টাকার বিমা রয়েছে। দেব জানিয়েছে, ১ কোটি ৮ লক্ষ ৭ হাজার টাকা কাউকে অগ্রিম দিয়েছেন তিনি। Sparshh Spa And Salon-কে অগ্রিম দিয়েছেন ১০ লক্ষ ৯৫ হাজার টাকা। সহযোগীদের বেতন বাবদ অগ্রিম দিয়েছেন ৬৭ হাজার টাকা।
মিউচুয়াল ফান্ডে মোট ২ কোটি ১৫ লক্ষ ১ হাজার ৭৬৫ টাকা বিনিয়োগ করেছেন দেব। তাঁর অস্থাবর সম্পত্তির আর্থিক মূল্য ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা। ঋণ রয়েছে ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকার।
১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা দামের একটি মার্সিজিড বেঞ্জ গাড়ি রয়েছে দেবের। গাড়ি কিনতে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সোনা রয়েছে ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার। ফিক্সড ডিপোজিট থেকে ৬৬ লক্ষ ৯৮ হাজার ৫৪৯ টাকা সুদ পেয়েছেন। ঘড়ি রয়েছে ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার। কলকাতার সাউথ সিটি-র ৫ নং, ৪ নং টাওয়ারে ফ্ল্যাট রয়েছে দেবের। সাউথ সিটির দু’টি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে ৩ কোটি ১০ লক্ষ ৭০ হাজার টাকা এবং ১ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা। আরবানা-র ৩ নং টাওয়ারে থাকা ফ্ল্যাটের মূল্য ১৩ কোটি ৩২ লক্ষ ৩২ হাজার টাকা। বেদিক ভিলেজে দেবের ১ কোটি ৭৫ লক্ষের সম্পত্তি রয়েছে। সাউথ সিটির ফ্ল্যাট থেকে ১৮ লক্ষ ৪০ হাজার টাকা ভাড়া পান দেব।