রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ: ডিসি-র নেতৃত্বে বিশেষ অনুসন্ধানকারী দল তদন্তে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। তার তদন্তে বিশেষ অনুসন্ধানকারী দল (এসইটি) গঠন করেছে কলকাতা পুলিশ। এর নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। দলে মোট আট জন সদস্য। পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনি উপদেষ্টা দলের সঙ্গেও কথা বলেছে লালবাজার। শুক্রবার এই জন্যে রাজভবনে গিয়ে আধিকারিক বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এই দল।
রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী বৃহস্পতিবার দাবি করেন, রাজ্যপাল দুবার তাঁর শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। এই অভিযোগ অবশ্য খারিজ করে দেন রাজ্যপাল। তার পরই রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়। ভোটের সময় রাজভবনে পুলিশের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও কলকাতা পুলিশের দাবি, এরকম কোনও তথ্য পুলিশের কাছে নেই। সে কারণেই ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে SET গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।