রাজ্য বিভাগে ফিরে যান

রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই – চন্দ্রিমার হুঙ্কার

May 3, 2024 | < 1 min read

রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই – চন্দ্রিমার হুঙ্কার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সন্ধ্যা শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বসুর বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় জমা পড়ে সেই অভিযোগ। এরপর একটি ভিডিও বার্তায় ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য (Chandrima Bhattacharya)।

ঠিক কী বলেছিলেন চন্দ্রিমা, দেখে নিন:

তারপরেই রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। তাতে বলা হয়েছে রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বসুর (CV Anand Bose) বিরুদ্ধে মানহানি এবং সংবিধানবিরোধী মিডিয়া বিবৃতির জন্য কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে অর্থ দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশ নিষিদ্ধ।

এরপর রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে গর্জে ওঠেন চন্দ্রিমা। বলেন, তাঁকে ভয় দেখিয়ে লাভ নেই। তাঁকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই। তিনি আরও বলেছেন, তিনি আইনকানুন বোঝেন। রাজ্যপাল যা পদক্ষেপ নেবার নিন, তিনিও থেমে থাকবেন না

TwitterFacebookWhatsAppEmailShare

#Raj Bhavan, #Chandrima Bhattacharya, #Cv Ananda bose, #Governor of WestBengal

আরো দেখুন