রাজ্য বিভাগে ফিরে যান

হুগলিতে তীব্র গরমেও অক্লান্ত প্রচার রচনা কল্যাণের

May 3, 2024 | < 1 min read

হুগলিতে তীব্র গরমেও অক্লান্ত প্রচার রচনা কল্যাণের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র গরমের মধ্যেও প্রার্থীরা অক্লান্ত প্রচার করেছেন, তবে কায়দা বদলেছেন তারা পুজো, চায়ের আসরে চর্চা, ছোট ছোট জনসভা, পথসভা – নানা কায়দায় হুগলি ও শ্রীরামপুরে প্রচার সারলেন লোকসভার তৃণমূল প্রার্থীরা। রিষড়ায় প্রচার করেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গরম কমতে, রাতে তিনি জগৎবল্লভপুরে জনসভা করেছেন।

হুগলি লোকসভার তারকা প্রার্থী তথা তৃণমূলের ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সপ্তগ্রামের আকনায়, দুপুর চড়া রোদের মধ্যে একটি পুকুরপাড়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সবার কাছে পৌঁছনোর চেষ্টা করছি। বিভিন্ন এলাকায় মানুষ বারবার আমাকে থামিয়ে আশীর্বাদ করছেন। মানুষের এই ভালোবাসা কখনও ভুলব না। তাঁরাই বলছেন, দিদির নেতৃত্বে হুগলি বিজয় এবার কেবল সময়ের অপেক্ষা। ভরদুপুরে তীব্র গরমের মধ্যে গ্রামের পর গ্রামে গিয়ে জনসংযোগ করলেও মহিলা মহলে তাকে নিয়ে উৎসাহ ছিল দেখার মত।

TwitterFacebookWhatsAppEmailShare

#hooghly, #Kalyan Banerjee, #Serampore, #rachana banerjee, #heat waves, #Loksabha Elections, #tmc

আরো দেখুন