রাজ্য বিভাগে ফিরে যান

সন্দেশখালি নিয়ে আসল তত্ত্ব ফাঁস, নদীয়ায় তোপ মমতার

May 4, 2024 | 2 min read

সন্দেশখালি প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্দেশখালি প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নদীয়ার চাকদহের সভা থেকে মমতা বলেন, “আমি অনেকদিন ধরেই বলছিলাম, এটা সাজানো পরিকল্পনা। এখন সেটা ফাঁস হয়েছে। অথচ সন্দেশখালি নিয়ে বাংলায় এসে মোদী কত মিথ্যে কথা বলে গেল! একটা বাচ্চা মিথ্যে কথা বললে মা দুটো থাপ্পড় মেরে তাঁকে ঠিক করে, কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কী করা উচিত? বলাটা আপনারা বলবেন। বলছে, সবার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ গেছে। ছিঃ ছিঃ কতবড় মিথ্যেবাদী, জুমলা। এতো গ্যাস বেলুনের চেয়েও বড় বেলুন। ছিঃ ছিঃ দেশের লজ্জা!”

তিনি বলেন, ‘‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।’

সন্দেশখালির পাশাপাশি রাজ্যপাল প্রসঙ্গেও মমতা বলেন, ‘‘কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল। দেখছেন কীর্তি কারখানা! রাজভবনের কর্মীদের সঙ্গে কী করছে! মেয়েদের ডেকে কী করছেন! তাঁর বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই কিছু তো সন্দেশ দিলেন না ।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন সরাসরি আক্রমণ করেন মমতা (mamata banerjee)। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদী ফুটো ভাঁড়। বলছে ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ, রেশন দিই বিনা পয়সায়। গ্যাস বেলুন। ৩০ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই। মোদী দেন না। চ্যালেঞ্জ করছি। নিজের নামে প্রচার করছে। গরিব লোকের ১০০ দিনের কাজের টাকা দেন না। ৫০ দিনের কাজের ব্যবস্থা করেছি।’’

CAA নিয়ে এদিন মমতা বলেন, ‘‘আমার প্রতি বিশ্বাস রয়েছে? তা হলে আপনাদের কেউ তাড়াতে পারবে না। অসমে যা হয়েছে, বাংলায় হবে না। তাই আমার উপর রাগ দেখায়। টাকা বন্ধ করে। আমার কিছু যায়-আসে না। আমরা সকলে নাগরিক। কেউ পড়াশোনা করেন। চাষের জমি রয়েছে। ভোট দেন সকলে। ভোটের সময় তো কেউ বলেনি। এখন বলছে দরখাস্ত করো।’’

শনিবার রানাঘাট লোকসভায় জোড়া প্রচারসভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bjp, #Nadia, #election campaign, #Sandeshkhali, #Loksabha Election 2024, #Sandeshkhali Incident

আরো দেখুন