রাজ্য বিভাগে ফিরে যান

সামশেরগঞ্জে জনজোয়ার, ভোট প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের পাঠান

May 4, 2024 | < 1 min read

সামশেরগঞ্জে জনজোয়ার, ভোট প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের পাঠান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদহ দক্ষিণ কেন্দ্রের শাসকদলের প্রার্থীর সমর্থনে সামশেরগঞ্জে প্রচারে ঝড় তুললেন ইউসুফ পাঠান। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহ নওয়াজ আলি রায়হানের সমর্থনে ইউসুফ ছাড়াও উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ঈশা কোম্পানি মোড় থেকে প্রচার শুরু করেন তিনি। ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান অগণিত মানুষ। এই জনসংযোগ অভিযানে অকাতরে ক্রিকেটপ্রেমীদের ব্যাটে অটোগ্রাফ দেন ইউসুফ পাঠান। এরপর ফরাক্কার কাঞ্চনতলা পঞ্চায়েতের রতনপুর এলাকায় যান পাঠান। সেখানে ইউসুফের সঙ্গী ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম।

শুক্রবার সকালে প্রখর রৌদ্রে কয়েকশো মিটার পায়ে হেঁটে প্রচার শুরু করেন তিনি। তারপর তিনি হুডখোলা জিপে রোড শোতে শামিল হন। প্রচারের ফাঁকে পাঠান জানান যে, এই এলাকার মানুষ খুবই ভালো। সবার কাছ থেকেই ভালোবাসা পাচ্ছেন তিনি। তিনি এই জেলার মানুষের সঙ্গে থাকতে চান। ইউসুফের রোড শো ঘিরে দলীয় কর্মী-সমর্থক থেকে যুবকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Yusuf Pathan, #tmc, #election campaign, #Samserganj, #tmc rally

আরো দেখুন