ফৌজদারি মামলার পাহাড়ের চূড়ায় দিলীপ ঘোষ! কত অভিযোগ রয়েছে জানেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চতুর্থ দফার নির্বাচনে এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সর্বাধিক মামলা রয়েছে। কার্যত ফৌজদারি মামলার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মোট ২৭টি ফৌজদারি মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় তাঁর বিরুদ্ধে ২১৪টি অভিযোগ রয়েছে। এর মধ্যে মোট গুরুতর অভিযোগ ৬১টি। তার মধ্যে খুনের চেষ্টা, বিস্ফোরক মজুতসহ গুরুতর অভিযোগ রয়েছে। তাছাড়া লঘু ধারার অভিযোগ রয়েছে মোট ১৫৩টি।
শনিবার ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের তরফে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনে দাখিল করা তথ্য থেকে এই খবরটি জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ১৩ মে রাজ্যে চতুর্থ দফায় ১৮টি লোকসভা আসনে ২১৬ জন প্রার্থীর মধ্যে ফৌজদারি অপরাধের মামলার সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছেন দিলীপ ঘোষই।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আইপিসি ধারা ১৫৩ (সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানো), আইপিসি ধারা ১৪৯ (হাঙ্গামা পাকানো), আইপিসি ধারা ৩৫৪ (শ্লীলতাহানি), অস্ত্র আইন সহ অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দিলীপ ঘোষের বিরুদ্ধে ২৭টির মামলার মধ্যে ২২টি মামলার এখনও মীমাংসা হয়নি।