দেশ বিভাগে ফিরে যান

আগামীকাল ICSE এবং ISC পরীক্ষার ফলপ্রকাশ – দেখবেন কীভাবে?

May 5, 2024 | < 1 min read

আগামীকাল ICSE এবং ISC পরীক্ষার ফলপ্রকাশ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামীকাল, সোমবার ICSE (দশম শ্রেণির বোর্ড) এবং ISC (দ্বাদশ শ্রেণির বোর্ড) পরীক্ষার ফলপ্রকাশ করা হবে সকাল ১১টায়, রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে এই কথা জানানো হয়েছে।

সিআইএসসিই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে।

পরীক্ষার ফলাফল দেখতে হবে কীভাবে ?

www.cisce.org এবং results.cisce.org-তে যেতে হবে। ICSEপরীক্ষার ফলাফল দেখার জন্য ICSE Result 2024 লিঙ্ক ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। ISC পরীক্ষার জন্য ISC Result 2024 লিঙ্কে ক্লিক করতে হবে।

নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে পরীক্ষার্থীর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Number) এবং ক্যাপচা দিয়ে ‘Submit’ করতে হবে।

স্ক্রিনে আইসিএসই পরীক্ষা বা আইএসসি পরীক্ষার ফলাফল দেখাবে। আর পরে মার্কশিট প্রিন্ট করে রাখা যাবে। সেজন্য ‘Print’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আইসিএসই পরীক্ষা বা আইএসসি পরীক্ষার মার্কশিট প্রিন্ট হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICSE, #Isc, #Exam, #ISC results, #results. icse results

আরো দেখুন