রাজ্য বিভাগে ফিরে যান

আউশগ্রামে সবুজ ঝড়ের নিশান! তৃণমূল প্রার্থী অসিত মালকে ঘিরে মানুষের উচ্ছ্বাস, শঙ্খধ্বনি

May 5, 2024 | < 1 min read

আউশগ্রামে সবুজ ঝড়ের নিশান! তৃণমূল প্রার্থী অসিত মালকে ঘিরে মানুষের উচ্ছ্বাস, শঙ্খধ্বনি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একসময়ের বামেদের লালদুর্গে সবুজ ঝড়ের নিশান! আউশগ্রামের জঙ্গলমহলে প্রচারে ঝড় তুললেন জোড়া ফুলের প্রার্থী অসিত মাল (Asit Kumar Mal)। শনিবার রোড শো করে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে চষে বেড়ান তিনি। তাঁকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিপুল জনসমাগম দেখে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তাঁর মতে জয় শুধু সময়ের অপেক্ষা।

এদিন আউশগ্রাম-২ ব্লকের ৭টি অঞ্চলে রোড শো করেন তৃণমূল (TMC) প্রার্থী। জনসংযোগ যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। এছাড়া এদিন সকালে অসিতবাবু ভেদিয়া অঞ্চল থেকে শুরু করে রামনগর, ছোড়া কলোনি হয়ে অমরপুর, ভাল্কি অঞ্চল সেরে গেড়াই গ্রাম চষে ফেলেন। কোটা অঞ্চল থেকে যান এড়াল অঞ্চলে। জঙ্গলমহলের মহিলারা অসিত বাবুকে দেখে শঙ্খধ্বনি দেন।

আগে এসব এলাকায় রাস্তাঘাটের হাল খুব খারাপ ছিল। কিন্তু তৃনমূল আমলে রাস্তাঘাটের আমূল পরিবর্ত্ন হয়েছে। এই এলাকার উন্নয়নের সুফল এই তৃণমূল প্রার্থী অসিত মালকে জয়ের সরণিতে পৌঁছে দেবে তেমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Asit Kumar Mal, #tmc, #campaign, #Ausgram

আরো দেখুন