রাজ্য বিভাগে ফিরে যান

মহিলাদের সম্মানহানি থেকে খুনের চেষ্টার অভিযোগে FIR BJP প্রার্থী-প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে?

May 6, 2024 | < 1 min read

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিচারপতির পদ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ঝামেলায় জড়ায় বিজেপি (BJP)। এবার শিক্ষক সংগঠনের তরফে মহিলাদের সম্মানহানি থেকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

শনিবার, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মনোনয়ন পেশের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে। চাকরিহারা শিক্ষকদের একাংশের সমর্থনে রাজ্যের প্রাথমিক ও উচ্চশিক্ষাস্তরের শিক্ষকরা অবস্থান বিক্ষোভ করছিলেন। শুভেন্দু অধিকারীকে দেখে বিক্ষোভ মঞ্চ থেকে চোর স্লোগান ওঠে, বিজেপি কর্মীরা চড়াও হন। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাথর ছোঁড়া, চেয়ার ভাঙচুর-সহ মঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠে। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, জুতো দেখানোর মতো অভিযোগও ওঠে।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তমলুক থানায় অভিযোগ দায়ের করে। তমলুকের তৃণমূল প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও নাম রয়েছে অভিযোগে। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তমলুক থানা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #politics, #FIR, #Tamluk, #Loksabha Election 2024, #Abhijit ganguly

আরো দেখুন