গাড়ি, বাড়ি থেকে ক্রেডিট কার্ড—প্রতিক্ষেত্রে বাড়ছে ব্যক্তিগত ঋণের বহর! দাবি কেয়ারএজ-এর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা দেশেই ব্যক্তিগত ঋণ গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। গাড়ি, বাড়ি, ক্রেডিট কার্ড—সর্বস্তরেই বৃদ্ধি হয়েছে; এমনই দাবি ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজের (CareEdge)। ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি মোট যে ঋণ দেয়, তার ৩৪ শতাংশ ব্যক্তিগত ঋণ। ২০২৩ সালের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে, সামগ্রিকভাবে ঋণ প্রদানের হার ২৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ক্রেডিট রেটিং সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চের তুলনায় গত মার্চে গৃহঋণ ৩৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের তুলনায় গত বছর বৃদ্ধির হার ছিল ১৫.২ শতাংশ। মার্চে গাড়ি ঋণের অঙ্ক ছিল ৫ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। গতবছর মার্চের তুলনায় এবার বৃদ্ধির হার ১৭.৩ শতাংশ। ২০২২ সালের তুলনায় গত বছরের মার্চে বৃদ্ধির হার ছিল ২৪.৮ শতাংশ। কেয়ারএজ জানাচ্ছে, গত মার্চে ক্রেডিট কার্ড বাবদ মোট ঋণের অঙ্ক ছিল ২ লক্ষ ৫৭ হাজার কোটি টাকা। ২০২৩ সালের মার্চের তুলনায় ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ঋণ। এরপরেও ক্রেডিট কার্ডে ঋণের হার বাড়বে বলে মনে করছে কেয়ারএজ। কেয়ারএজ আরও দাবি, মর্টগেজের মতো ক্ষেত্রগুলিতে মার্চে ঋণের পরিমাণ ছিল ১৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা, বৃদ্ধির হার ২০.৯ শতাংশ।