রাজ্য বিভাগে ফিরে যান

যাদবপুর লোকসভা উন্নয়নের মডেল হবে, প্রচারে বেরিয়ে বার্তা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের

May 6, 2024 | < 1 min read

তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবাসরীয় প্রচারে বারুইপুরে এসে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, ডায়মন্ডহারবার লোকসভার মতো যাদবপুর লোকসভাও মডেল হবে। সাতটি বিধানসভাজুড়ে উন্নয়ন হবে। ছুটির দিন সকালে বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুর পঞ্চায়েতে প্রচার সারেন তৃণমূল প্রার্থী। শিবতলা মন্দিরে পুজো দিয়ে হুডখোলা জিপে প্রচার শুরু তারকা তৃণমূল প্রার্থী। বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র-সহ অন্যান্যরা ছিলেন প্রার্থীর প্রচারে। তৃণমূলের কর্মীরা হেঁটে, বাইকে শামিল হন। কাজীপাড়ায় যান সায়নী। রাস্তার দু’ধারে ভিড় জমান মহিলারা, কেউ কেউ সায়নীর সঙ্গে হাত মেলান। মল্লিকপুর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন যুব তৃণমূল নেত্রী। মল্লিকপুর রেলগেট হয়ে গনিমায় আসেন সায়নী, বলেন, ডায়মন্ডহারবারের মতো যাদবপুর লোকসভাও উন্নয়নের মডেল হবে।

সন্দেশখালি স্টিং অপারেশনের ভিডিও নিয়ে সায়নী বলেন, এতে বিজেপির রূপ স্পষ্ট হয়েছে। বিজেপি বাংলাকে কলুষিত করছে। গণেশপুর হয়ে ফরিদপুরে আসেন সায়নী (Saayoni Ghosh)। মহিলাদের আবদারে গান শোনান তিনি। বারুইপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নলগড়ায় কর্মিসভায় যোগ দেন তিনি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাগজের পেন, ফুলদানি প্রার্থীর হাতে তুলে দেন। সায়নী বলেন, আয়োজনে নয়, প্রয়োজনে পাশে পাবেন সায়নীকে। ঘরের মেয়েকে একবার সুযোগ দিন। কর্মিসভায় মহিলাদের ঢল নেমেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Jadavpur, #election campaign, #Saayoni Ghosh

আরো দেখুন