রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্বজিৎ দাসের সমর্থনে কয়েক হাজার ক্রীড়াবিদ-ক্রীড়াপ্রেমীদের মিছিল কল্যাণীতে

May 6, 2024 | < 1 min read

বনগাঁ লোকসভা কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থী বিশ্বজিৎ দাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার বিশাল বাইক মিছিলের সাক্ষী থাকল কল্যাণী শহর। বনগাঁ লোকসভা কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থী বিশ্বজিৎ দাসের (Biswajit Das) সমর্থনে এদিন পথে নেমে ছিল ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা। তৃণমূলের দাবি, মিছিলে এক হাজারের উপর বাইক ছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন মানস ভট্টাচার্য, সংগ্রাম মুখোপাধ্যায়, সমরেশ চৌধুরী, প্রভাত লাকরার মতো ফুটবলাররা। রথতলা থেকে বিভিন্ন এলাকা ঘুরে তা মিছিল শেষ হয় আইটিআই মাঠে। কল্যাণী শহর তৃণমূলের সভাপতি বিপ্লব দে জানান, এই র‍্যালি থেকে দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসকে জেতানোর ডাক দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kalyani, #Biswajit Das, #Loksabha Election 2024, #byke rally, #tmc

আরো দেখুন