রাজ্য বিভাগে ফিরে যান

সিঙ্গুরে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন জোড়া ফুলের রচনা

May 6, 2024 | < 1 min read

সিঙ্গুরে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন জোড়া ফুলের রচনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবাসরীয় প্রচারে সরগরম রইল গঙ্গাপাড়ের জনপদ। এদিন রোদের তাপ অপেক্ষাকৃত কম ছিল। ফলে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) প্রচারে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। আগামী ২০ মে হুগলি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার ভোট। সেই নিরিখে রবিবাসরীয় প্রচারের শেষলগ্নে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল ঘাসফুল শিবির। এদিন সিঙ্গুরে রচনার জনসংযোগ যাত্রা ছিল জমজমাট। শোভাযাত্রা, তারকা প্রার্থী ও মন্ত্রী-বিধায়কদের উপস্থিতিতে সিঙ্গুরের প্রচার হয়ে উঠেছিল বর্ণময়। এমনিতেই স্থানীয়দের মধ্যে রচনার যে আলাদা আকর্ষণ রয়েছে, তা এদিন আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছিল।

এদিন স্থানীয় শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা তৃণমূল (TMC) প্রার্থী। বেড়াবেড়ি, রতনপুর, গোপালনগর, খাসেরচকে প্রচার সারেন রচনা। এদিন তিনি জনগনের কাছে আবেদন করে বলেন, ‘আমাকে একবার সুযোগ দিন, হতাশ করব না’। সন্ধ্যায় চন্দননগরের সার্কাস মাঠে ইন্দ্রনীল সেনকে নিয়ে একটি জনসভাও করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #election campaign, #Loksabha Election 2024, #Rachna Banerjee

আরো দেখুন