রাজ্য বিভাগে ফিরে যান

লাগু MCC, শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের অনুমোদন কমিশনের

May 7, 2024 | < 1 min read

শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের অনুমোদন কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে শর্তসাপেক্ষে সরকারি অনুষ্ঠান আয়োজনের অনুমোদন দিল নির্বাচন কমিশন।

কমিশনের (election commission of india) তরফে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে থাকতে পারবেন না। শুধুমাত্র মুখ্যসচিব-সহ সরকারিস্তরের আধিকারিকরা সরকারিভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারবেন।

কমিশন জানিয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তির ছবি রবীন্দ্রজয়ন্তী (rabindra jayanti) সংক্রান্ত ব্যানার বা হোডিংয়ে ব্যবহার করা যাবে না। নির্বাচনী আচরণ বিধি জারি থাকায় এমন সিদ্ধান্ত কমিশনের। রাজ্যের কোনও মন্ত্রীও অনুষ্ঠানে থাকতে পারবেন না।

কমিশনের অনুমোদন পরই, তড়িঘড়ি রবীন্দ্রজয়ন্তী পালনের তোড়জোড় শুরু হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তর, ৮ মে রবীন্দ্রসদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে মূল অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্যের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rabindra Jayanti Celebrations, #Election Commission of India, #rabindra jayanti, #Model Code of Conduct, #West Bengal

আরো দেখুন