BJP ক্ষমতায় এলে বিভাজন অবশ্যম্ভাবী, গেরুয়া দলকে বিশ্বাস নয় – প্রচারে আর্জি হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোরকদমে হাওড়া লোকসভা কেন্দ্রে ভোটের প্রচার চলছে, সভা মঞ্চ থেকে ভাষণে ভাষণে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। তৃণমূল প্রার্থী তারকা ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় (prasun banerjee) আক্রমণ শানিয়েছে বিজেপির বিরুদ্ধে। ঘাসফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি আবারও ক্ষমতায় এলে দেশে বিভাজন অবশ্যম্ভাবী।
মধ্য হাওড়া এবং শিবপুর কেন্দ্রে সোমবার প্রচার কর্মসূচি ছিল তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। হেঁটে, হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি। বর্ণাঢ্য শোভাযাত্রাও করেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সংস্কৃতির উপর লাগাতার আক্রমণ করছে বিজেপি। বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে বিরোধীরা। তাঁদের দাবি, বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। অথচ বাংলার দুর্গাপুজো বিশ্বের স্বীকৃতি পাচ্ছে। সাধারণ মানুষের কাছে তাঁর আর্জি, বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপি ক্ষমতায় এলে দেশ টুকরো টুকরো হবে। মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে দেশের ভবিষ্যৎ নষ্ট করছে বিজেপি।