রাজ্য বিভাগে ফিরে যান

চারে চার! আজকে বাউন্ডারি, তৃতীয় দফার ভোটের শেষ লগ্নে দাবি তৃণমূলের

May 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃতীয় দফার ভোটগ্রহণের শেষ লগ্নে আত্মবিশ্বাসী তৃণমূল। দলের তরফে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের দাবি আজ চারে চার। শশী পাঁজা বলেন, “আজ বাউন্ডারি মেরেছি আমরা। চারটে লোকসভা নির্বাচন ছিল। চারে চার।” তৃণমূলের দাবি, মা-মাটি-মানুষ উৎসাহ, উচ্ছ্বাস, উল্লাসের সঙ্গে ভোট দিয়েছে। উল্টো দিকে মালদহ, মুর্শিদাবাদে ছিল বাম, কংগ্রেস ও বিজেপি অশুভ আঁতাত। তাঁরা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন রুখতে, গন্ডগোল সৃষ্টির চেষ্টা করেছিল। তৃণমূলের অভিযোগ, সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে সিপিএম এখনও চৌত্রিশ বছরের সন্ত্রাস ভোলেনি। প্রার্থী মহম্মদ সেলিম নিজেই তেড়ে গিয়ে গলা টিপে, ভোটারের ঘাড় ধাক্কা দিলেন। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের মুখে ফের শীতলকুচি ঘটানোর হুঁশিয়ারি শোনা গেল। এক কথায় বাম, কংগ্রেস, বিজেপি এক হয়ে কাজ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#loksabha elections 2024, #loksabha polls, #West Bengal, #tmc, #Press Conference, #Trinamool Bhavan, #Trinamool Congress

আরো দেখুন