হুগলিতে পুরুষ ভোটারদের টেক্কা লক্ষ্মীদের, মহিলা ভোটই হবে নির্ণায়ক?
হুগলি জেলায় রয়েছে তিনটি লোকসভা আসন; সেগুলো হল, আরামবাগ, হুগলি ও শ্রীরামপুর। তার মধ্যে হুগলি কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে কম। কিন্তু সেখানে মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারের ভোটের বাংলায় অন্যতম ইস্যু, সেখানে এহেন পরিসংখ্যান ভোটের অঙ্কে বাড়তি মাত্রা যোগ করছে। প্রসঙ্গত, হুগলিতে ৬৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন, অন্য দুই কেন্দ্রের তুলনায় বেশি।
কমিশনের তথ্য অনুসারে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। মোট ভোটার ১৯২২৬৪৯ জন। দ্বিতীয় স্থানে আরামবাগ লোকসভা কেন্দ্র, সেখানে ভোটার ১৮৮০৭৪৯ জন। তৃতীয় অর্থাৎ সবচেয়ে কম ভোটার রয়েছে হুগলি, সেখানে ভোটার সংখ্যা ১৮৫৬৮৫৪। কিন্তু এই হুগলি কেন্দ্রেই পুরুষদের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে মহিলারা। হুগলিতে পুরুষ ভোটারের সংখ্যা ৯২৪৫৮৯ জন আর মহিলা ভোটারের সংখ্যা ৯৩২২০১ জন। হুগলি লোকসভা কেন্দ্রে পুরুষদের তুলনায় ৭৬১২ জন বেশি মহিলা ভোটার আছেন।
বিধানসভার ভিত্তিতে বিচার করলেও লক্ষ্মীরা টেক্কা দিয়েছেন পুরুষদের। হুগলি লোকসভার চন্দননগর, চুঁচুড়া, পাণ্ডুয়া, ধনেখালি বিধানসভায় মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি।সাত বিধানসভার মধ্যে চারটিতে মহিলাদের প্রাধান্য বেশি। পুরুষদের সংখ্যা বেশি থাকলেও সিঙ্গুর বিধানসভায় নারী-পুরুষের ব্যবধান মাত্র ৫৫৩।
অন্য দুই লোকসভা কেন্দ্রে পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে বেশি। আরামবাগে ৯২৮২৮৩ জন মহিলা ও ৯৫২৪৪৬ জন পুরুষ ভোটার। শ্রীরামপুরে পুরুষ ভোটার ৯৭০৬৯২, আর মহিলা ৯৫১৯০৬ জন। সেখানেও একাধিক বিধানসভায় মহিলারা পুরুষদের তুলনায় গরিষ্ঠ। শ্রীরামপুরের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বরে মহিলারাও সংখ্যার নিরিখে পুরুষদের পিছনে ফেলেছেন।
হুগলির তিন লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র হুগলিই উনিশে বাংলার শাসকদলের হাতছাড়া হয়েছিল। মহিলাদের আধিপত্যের কারণে যদি তৃণমূল সুবিধা সেক্ষেত্রে, হুগলি পুনরুদ্ধার করতে জোড়াফুল।