নৈহাটির বড়মার মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব, দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে আয়োজিত হল অন্নকূট উৎসব (Annakut Utsav)। এদিন সকাল থেকে ভক্তদের ভিড় ছিল মন্দিরে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে। বন্ধ করে দেওয়া হয় অরবিন্দ রোড। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
সকালে ভক্তদের পুজো দিতে দেওয়া হয়নি। ঠাকুর দর্শনের জন্য সকালে খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। দুপুর একটা নাগাদ শুরু হয় দর্শন। রাত ন’টা পর্যন্ত তা চলে। বেলা ১১ টা নাগাদ অমাবস্যা তিথি শুরুর পর অন্নকূট শুরু হয়। পুজো চলে, তারপর হয় হোম-যজ্ঞ। দুপুর দু’টোর পর শুরু হয় ভোগ বিতরণ। লক্ষাধিক মানুষ প্রসাদ গ্রহণ করেন। জানা গিয়েছে, অন্নকূট উৎসব উপলক্ষ্যে সোমবার রাতে বড়মাকে (Boro maa) স্নান করিয়ে নতুন বেনারসি পরানো হয়। প্রায় ১০০ ভরি সোনা-রুপোর গয়নায় সাজানো হয়। চার হাজার কেজি পোলাও, আলুর দম, পাঁচ রকমের ভাজা, জলভরা সন্দেশ ইত্যাদি নিবেদন হয়। পরে তা ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। ভক্তদের গরমের হাত থেকে রক্ষা করতে অরবিন্দ রোডে ছাউনির ব্যবস্থা হয়েছিল। মন্দিরের ভিতর একাধিক কুলারের ব্যবস্থাও ছিল। রাস্তায় বসানো হয়েছিল এলইডি। ভিড় সামাল দিতে বেগ পেতে হয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের।