রাজ্য বিভাগে ফিরে যান

মেজাজ হারিয়ে সর্বসমক্ষে কুকথা শুভেন্দুর! কী বললেন তিনি – দেখুন ভিডিও

May 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় নির্বাচনী প্রচারে থেকে ফেরার পথে মেজাজ হারিয়ে অশালীন শব্দবন্ধ ব্যবহার করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী! উদ্দেশ করে কিছু লোকজন স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, কাছেই তৃণমূলের একটি জনসভা চলছিল। জানা গেছে, যখন শুভেন্দু গাড়িতে উঠছিলেন, সেই সময়ে তাঁকে উদ্দেশ করে সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য করা হলে তিনি মেজাজ হারান এবং গালমন্দ করেন।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভিডিয়ো তাঁর X হ্যান্ডলে পোস্ট করেছেন। তবে দৃষ্টিভঙ্গি এই ভিডিয়োর সত্যতা এখনও যাচাই করেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#filthy language, #Filthy words, #West Bengal, #abhishek banerjee, #suvendu adhikari, #politics

আরো দেখুন