ধর্মীয় বিদ্বেষী পোস্ট কর্নাটক বিজেপির – সরাতে ‘X’কে নির্দেশ দিল নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমাজ মাধ্যম মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেল থেকে কর্নাটক বিজেপি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো পোস্ট করেছিল। সেই পোস্ট সরানোর জন্য X-কে নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার ওই নির্দেশ দিয়েছে কমিশন।
সম্প্রতি কর্নাটক বিজেপির ‘এক্স’ হ্যান্ডেলে এক ভিডিয়ো পোস্ট করা হয়। ওই ভিডিয়োতে রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুসলিমদের জন্য আর্থিক বরাদ্দ এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দেওয়ার প্রসঙ্গ তোলা হয়। ওই আপত্তিকর ভিডিয়ো নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হয় কংগ্রেস। কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কর্নাটক রাজ্য বিজেপি নেতৃত্বকে ওই আপত্তিকর ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তার পরেও ওই আপত্তিকর ভিডিয়ো ‘এক্স’ হ্যান্ডেল থেকে সরিয়ে নেয়নি বিজেপি নেতৃত্ব। শেষ পর্যন্ত পদ্ম শিবিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।